ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা সংকটের চিত্র কমনওয়েলথ সম্মেলনে তুলে ধরা হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২১, এপ্রিল ১২, ২০১৮
রোহিঙ্গা সংকটের চিত্র কমনওয়েলথ সম্মেলনে তুলে ধরা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে মাহমুদ আলী।

ঢাকা: রোহিঙ্গা সংকটের চিত্র কমনওয়েলথ সম্মেলনে তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫তম এ সম্মেলনে বর্তমান চিত্র অন্য দেশের রাষ্ট্রপ্রধানের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস বিফ্রিংয়ে একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদিআরব ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৫ এপ্রিল সৌদি আরবের দাম্মামে আয়োজিত ২৩টি দেশের সামরিক মহড়ায় যোগ দেবেন।

এ সম্পর্কে বলেন, সেনা যদি পাঠাতে হয় কাবা ও নবীজীরর মসজিদ রক্ষার জন্যই শুধু সেনা পাঠাবে বাংলাদেশ। এ মহড়ায় যুদ্ধে যাওয়ার কোনো প্রসঙ্গ নেই।  

এ সামরিক মহড়ায় বাংলাদেশ ছাড়াও থাকছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, মিশর, জর্ডান, সুদান,মৌরিতানিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, চাদ, জিবুতি, নাইজার, কমোরোস, আফগানিস্তান, ওমান, গায়না, তুরস্ক এবং বুরকিনা ফাসো।

কমনওয়েলথের সরকারপ্রধান পর্যায়ের সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী দাম্মাম থেকে ১৬ এপ্রিল যুক্তরাজ্য যাবেন।  

আগামী ১৬ থেকে ২০ এপ্রিল যুক্তরাজ্যের লন্ডন ও উইন্ডসরে কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।  

ইউরোপের ২৮টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আগামী বছর মার্চে যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার আগে লন্ডনে অনুষ্ঠেয় এবারের কমনওয়েলথ শীর্ষ সম্মেলনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কমনওয়েলথের ৫৩টি সদস্য রাষ্ট্র শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র বিকাশের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী ২৩ এপ্রিল দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
কেজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।