বুধবার (১১ এপ্রিল) দিনগত রাতে দিনাজপুর-দশমাইল মহাসড়কের শেরশাহ মোড় বটতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাদ্দাম খানসামা উপজেলার বোর্ডহাট এলাকার মো. মোতালেব হোসেনের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, রাতে টিউশন শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার সময় বটতলী এলাকায় পৌঁছালে একটি ট্রাক সাদ্দামকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
তৎক্ষণাৎ তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় সাদ্দামের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এইচএ/