ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জুট মিল শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৯, এপ্রিল ১২, ২০১৮
জুট মিল শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ জুট মিল শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ-ছবি-বাংলানিউজ

খুলনা: বন্ধ হওয়া ব্যক্তিমালিকানা জুট স্পিনার্স মিলের শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা শিরোমণি শিল্পাঞ্চল এলাকায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন।

বকেয়া পাওনা পরিশোধ ও উৎপাদন প্রক্রিয়া চালুর দাবিতে বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত।

সড়ক অবরোধের কারণে ব্যস্ততম এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জুট মিল শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ-ছবি-বাংলানিউজদাবি আদায় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

দাবি আদায় কমিটির সদস্য সচিব শাহ মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, পূর্ব কর্মসূচির ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।