বকেয়া পাওনা পরিশোধ ও উৎপাদন প্রক্রিয়া চালুর দাবিতে বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত।
সড়ক অবরোধের কারণে ব্যস্ততম এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
দাবি আদায় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
দাবি আদায় কমিটির সদস্য সচিব শাহ মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, পূর্ব কর্মসূচির ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এমআরএম/আরআর