ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, এপ্রিল ১১, ২০১৮
জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ফেনী: ফেনীতে জমি নিয়ে বিরোধের জেরে সফি উল্ল্যাহ (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যায় জেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

নিহত সফির ছেলে ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, তার বাবার সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শেখ ফরিদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এর জেরে কসকা বাজারে বাগ-বিতণ্ডার এক পর্যায়ে ফরিদ ও তার ভাই নুরুল হুদা, নিজাম উদ্দিন এবং নুরুল আলম প্রকাশ্যে কুপিয়ে হত্যা তার বাবাকে করে বলে অভিযোগ করেন।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।