মানবদেহের খণ্ডিত অংশ ও লাগেজ/ ছবি: বাংলানিউজ
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে লাগেজের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খন্ডিত এক অংশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ এপ্রিল) সকালে এ খন্ডিত অংশ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, যাত্রাবাড়ীর কতুবখালী সড়ক থেকে একটি লাগেজ উদ্ধার করা হয়।
পরে তার ভেতরে এক নারীর খণ্ডিত অংশ পাওয়া যায়। অজ্ঞাতপরিচয় ওই নারীর বয়স আনুমানিক ২০ বছর।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য মিটফোট হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আনিসুর।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এজেডএস/আরআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।