ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, এপ্রিল ৮, ২০১৮
গোপালগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

গোপালগঞ্জ: গোপালগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় বাস পোড়ানো ও মহাসড়ক দিয়ে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার (৮ এপ্রিল) সন্ধ্যায় গোপালগঞ্জ পুলিশ লাইনস বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে এ ধর্মঘটের ডাক দেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন।

জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাসু শেখ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম।

রোববার (৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় লোকাল বাস উল্টে গিয়ে গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয়া পলিটেকনিকের এক ছাত্রসহ দুইজন নিহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন ভাঙচুর ও ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।