ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাংলাদেশের সঙ্গে গবেষণায় সহযোগিতা বাড়াতে চায় উজবেকিস্তান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, আগস্ট ২৮, ২০২৫
বাংলাদেশের সঙ্গে গবেষণায় সহযোগিতা বাড়াতে চায় উজবেকিস্তান মনিরুল ইসলাম ও জাভলন ভাখাবোভ

ঢাকা: বাংলাদেশের সঙ্গে গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে উজবেকিস্তান। দেশটির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়ার পরিচালক রাষ্ট্রদূত জাভলন ভাখাবোভ এ আগ্রহ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাশখন্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম দেশটির স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়ার পরিচালক রাষ্ট্রদূত জাভলন ভাখাবোভের সঙ্গে বৈঠক করেন। এ সময় দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিক উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মনিরুল ইসলাম বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য তুলে ধরে উভয় দেশের মধ্যকার সম্পর্কের মাত্রা ও ব্যাপ্তি আরও গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।  

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনের পাশাপাশি খাদ্য ও পানি নিরাপত্তা, অভিবাসন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উভয় দেশ অভিজ্ঞতা ও বিশেষায়িত জ্ঞান বিনিময়ের মাধ্যমে উপকৃত হতে পারে।

এ লক্ষ্যে বাংলাদেশের একটি উপযুক্ত গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তিনি মতামত দেন, যা দুই দেশের গবেষকদের মধ্যে গবেষণাপত্র ও তথ্য বিনিময় সহজ ও ফলপ্রসূ করবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

পরিচালক জাভলন ভাখাবোভ তার প্রতিষ্ঠানের গঠন ও কার্যপরিধি উপস্থাপন করে মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

তিনি মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ ও সহযোগিতা আরও অর্থবহ ও কার্যকর করতে উজবেকিস্তান সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কের বহুমাত্রিকতা তুলে ধরে তিনি বাংলাদেশের একটি উপযুক্ত গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেন।

টিআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।