রোববার (৮ এপ্রিল) দুপুরে জেলা সদরের বসন্তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
ছবদুল বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের মৃত আব্দুল কাদের আলী শেখের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, ছবদুল একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক মামলা রয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে দুপুরে বসন্তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিকেলে ছবদুলকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
এনটি