রোববার (৮ এপ্রিল) দায়ের করা অস্ত্র আইনের ওই মামলায় অপর আসামিরা হলো- সম্রাটের সহযোগী হৃদয়, ইমন, হৃদয় (২) ও ছাব্বির।
বিষয়টি নিশ্চিত করে দুপুরে বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন জানান, শনিবার (৭ এপ্রিল) বিকেলে বিএনপির সমাবেশস্থলে কয়েকজন সন্দেহভাজন কিশোর প্রবেশ করেছিলো।
এসময় তাদের মধ্য থেকে সম্রাট নামে এক কিশোরকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে তিনটি রামদা, একটি ছোড়া ও চারটি ছুরি উদ্ধার করা হয়।
তবে এসময় সম্রাটের সঙ্গে থাকা আরও চার সহযোগী পালিয়ে যায়।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩/৪ দিন আগে নগরীর ভাটার খাল এলাকার মুন্না ও তার সহযোগীরা মিলে সম্রাটের বন্ধু পলাতক হৃদয়কে মারধর করে। তার প্রতিশোধ নিতেই হৃদয়ের পরিকল্পনা মতে পাঁচ বন্ধু মিলে অস্ত্র নিয়ে বিএনপির সমাবেশস্থলে মুন্নাকে খুঁজতে আসে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এমএস/আরআর