রোববার (৮ এপ্রিল) বিকেলে নগরীর জিলা স্কুলের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপ দেশীয় অস্ত্র ফেলে রেখে পালিয়ে যায়।
শহরের ২ নং পুলিশ ফাঁড়ির টাউন উপ-পরিদর্শক (টিএসআই) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, আমাদের কাছে খবর আসে ১৪ থেকে ১৫ বছর বয়সী একদল টিনএজার দেশীয় রামদা-কিরিচ নিয়ে প্রকাশ্যে মহড়ার জন্য বের হচ্ছে।
এরপর আমাদের উপস্থিতি টের পেয়ে বস্তাবন্দি সেসব দেশীয় অস্ত্র ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি। কিশোর অপরাধী এ চক্রের সঙ্গে কারা ছিল, তাদের খুঁজে বের করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এমএএএম/এইচএ/