ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

স্কুলের সামনে রামদা-কিরিচ ফেলে পালালো কিশোর গ্রুপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, এপ্রিল ৮, ২০১৮
স্কুলের সামনে রামদা-কিরিচ ফেলে পালালো কিশোর গ্রুপ বস্তাবন্দি দেশীয় অস্ত্র। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে বেপরোয়া হয়ে উঠেছে কিশোরদের গ্রুপ। এমনই একটি গ্রুপের সন্ধান পেয়েছে পুলিশ। 

রোববার (৮ এপ্রিল) বিকেলে নগরীর জিলা স্কুলের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপ দেশীয় অস্ত্র ফেলে রেখে পালিয়ে যায়।  

শহরের ২ নং পুলিশ ফাঁড়ির টাউন উপ-পরিদর্শক (টিএসআই) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, আমাদের কাছে খবর আসে ১৪ থেকে ১৫ বছর বয়সী একদল টিনএজার দেশীয় রামদা-কিরিচ নিয়ে প্রকাশ্যে মহড়ার জন্য বের হচ্ছে।

 

এরপর আমাদের উপস্থিতি টের পেয়ে বস্তাবন্দি সেসব দেশীয় অস্ত্র ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি। কিশোর অপরাধী এ চক্রের সঙ্গে কারা ছিল, তাদের খুঁজে বের করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।