ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুরাদনগরে প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, এপ্রিল ৮, ২০১৮
মুরাদনগরে প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে যুবক আটক মুরাদনগরে প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে যুবক আটক

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফেসবুকে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে কৃমেল ভৌমিক (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-১১) ও সিপিসি-২ সদস্যরা।

রোববার (৮ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এরআগে শনিবার (৭ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়।

আটক কৃমেল ভৌমিক উপজেলার ধামগড় মধ্যপাড়া গ্রামের কৃষ্ণচন্দ্র ভৌমিকের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ এপ্রিল) রাতে মুরাদনগরের ধামগড় মধ্যপাড়া গ্রামের কৃষ্ণচন্দ্র ভৌমিকের বাড়িতে অভিযান চালিয়ে কৃমেল ভৌমিককে আটক করা হয়। পরে কৃমেলকে জিজ্ঞাসাবাদ করা হলে ফেইসবুক ও মেসেঞ্জারের মাধ্যেমে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছাত্র-ছাত্রীদের কাছে বিক্রির কথা স্বীকার করেন।

এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।