ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশাশুনিতে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, এপ্রিল ৮, ২০১৮
আশাশুনিতে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ কুদ্দুস ফকির (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

রোববার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার খাজরা ইউনিয়নের লাউতাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

খাজরা ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে কুদ্দুস ফকির অস্ত্র কেনাবেচা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, র‌্যাব সদস্যরা অস্ত্রসহ একজনকে আটক করে নিয়ে গেছে বলে শুনেছি।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।