রোববার (০৮ এপ্রিল) বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) এস এম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে গালাগাঁও ইউনিয়নে ইস্যুকৃত ২ হাজার ২৬৬টি খাদ্যবান্ধব কার্ডের মধ্যে কোনো ভুয়া কার্ডধারী রয়েছে কি-না বা হতদরিদ্রের পরিবর্তে বিত্তবানদের অনুকূলে কার্ড ইস্যু হয়েছে কি-না, সে বিষয়ে সরেজমিনে অনুসন্ধান করতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর মধ্যে মুক্তাগাছা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক নজর আলীকে সভাপতি করে ২২ সদস্য বিশিষ্ট একটি এবং স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন কায়সারকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এস এম সাইফুল ইসলাম আরো জানান, এলাকায় মাইকিং করে আগামী বৃহস্পতিবার থেকে গালাগাঁও ইউনিয়নে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ তদন্ত কার্যক্রম শুরু হবে। তদন্তে কোনো অনিয়ম ধরা পড়লেই তাৎক্ষণিক ওই কার্ড বাতিল করে প্রকৃত হতদরিদ্রের নামে প্রতিস্থাপিত কার্ড ইস্যু হবে।
সূত্রমতে, গত ২ এপ্রিল খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চালের ১৪৪টি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এমএএএম/জেডএস