ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কথোপকথনের প্রিন্ট আউটকৃত বিভিন্ন ছায়ালিপিসহ রোববার (৮ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়।
এরা হলেন- টাংগুয়া গ্রামের উপানয়ন রায়ের ছেলে নির্মল রায় ওরফে অটল (১৮), ও একই এলাকার সাহাপাড়া গ্রামের বাবুনাল রায়ের ছেলে বিশ্বনাথ রায় (২৫)।
দিনাজপুর খানসামা থানায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অধিনায়ক মোতাহার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরএ