ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রশ্নফাঁস চক্রের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, এপ্রিল ৮, ২০১৮
প্রশ্নফাঁস চক্রের ২ সদস্য আটক

নীলফামারী: দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া বৈরাগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।

ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কথোপকথনের প্রিন্ট আউটকৃত বিভিন্ন ছায়ালিপিসহ রোববার (৮ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়।

এরা হলেন- টাংগুয়া গ্রামের উপানয়ন রায়ের ছেলে নির্মল রায় ওরফে অটল (১৮), ও একই এলাকার সাহাপাড়া গ্রামের বাবুনাল রায়ের ছেলে বিশ্বনাথ রায় (২৫)।

দিনাজপুর খানসামা থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অধিনায়ক মোতাহার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।