ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, এপ্রিল ৮, ২০১৮
নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

নীলফামারী: সংস্কৃতিতে বিশেষ অবদান রেখে ‘স্বাধীনতা পদক’ লাভ করায় নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় সংস্কৃতিমন্ত্রী বলেন, আমি নীলফামারীর সন্তান, এখানকার আলো বাতাসে আমি বড় হয়েছি।

এলাকার মানুষের স্নেহ-মমতা, ভালোবাসা, সহযোগিতা সমর্থন আমাকে নিজের দুই পায়ের ওপর দাঁড়াতে সাহায্য করেছে। আমার অর্জিত স্বাধীনতা পদকটি নীলফামারীবাসীকে উৎসর্গ করলাম।

নীলফামারী নাগরিক পরিষদের আহ্বায়ক ডা. মমতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসান চৌধুরী। এসময় বক্তব্য রাখেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, সম্মিলিত সংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।