রোববার (৮ মার্চ) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় সংস্কৃতিমন্ত্রী বলেন, আমি নীলফামারীর সন্তান, এখানকার আলো বাতাসে আমি বড় হয়েছি।
নীলফামারী নাগরিক পরিষদের আহ্বায়ক ডা. মমতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসান চৌধুরী। এসময় বক্তব্য রাখেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, সম্মিলিত সংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
এনটি