রোববার (০৮ এপ্রিল) নাবিলাকে দুই দিনের রিমান্ড শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সরকার।
আসামিপক্ষের আইনজীবী মানিক লাল ঘোষ নাবিলার জামিন আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে হুমায়রার তিন মাসের মেয়ে মারিয়মকে তার নানা-নানির জিম্মায় নেওয়ার আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার তা মঞ্জুর করেন।
গত ৪ এপ্রিল হুমায়রাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ০৮,২০১৮
এমআই/জেডএস