ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কসবায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, এপ্রিল ৮, ২০১৮
কসবায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ব্রা‏হ্মণবাড়িয়া: ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ এপ্রিল) দুপুরে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে কসবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মানিক মিয়ার অবস্থা আশংকাজনক।  

আটকরা হলেন- কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী খন্দকার আতাউর রহমান, বাচ্চু মিয়া ও বশির মিয়া।

পুলিশ জানায়, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শুক্রবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মো. আজাদ সরকার সভাপতি ও মো. গোলাম কিবরিয়া মিলন সাধারণ সম্পাদক এবং অপর প্যানেলে আবু ইউসুফ ভূইয়া সভাপতি ও খন্দকার আতাউর রহমান সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলনে ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় কোনো কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন শেষ হয়। এ নিয়ে দুপুরে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।

কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ১৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।