ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুকসুদপুর থেকে প্রশ্ন ফাঁসকারী চক্রের এক সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, এপ্রিল ৮, ২০১৮
মুকসুদপুর থেকে প্রশ্ন ফাঁসকারী চক্রের এক সদস্য আটক প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অনুপ বিশ্বাস (১৮) নামে প্রশ্ন ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৮।

রোববার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাটিকামারী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার অমল বিশ্বাসের ছেলে।

মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার এডি হাসান আলী বাংলানিউজকে জানিয়েছেন, আটক অনুপ বিশ্বাসের বিরুদ্ধে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবার ব্যবহার করে বিভিন্ন গ্রুপের মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে। তিনি আরো জানান, তিনি প্রশ্ন ফাঁসকারী চক্রের একজন সক্রিয় সদস্য।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।