রোববার (৮ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।
ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এসময় তিনি ফ্রান্সের কোম্পানি টেকনিপ’র দ্রুততার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন, লাফার্জ সিমেন্ট, ক্নিন এনার্জি, আধুনিক প্রযুক্তিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, এলএনজি, প্রশক্ষিণ ইত্যাদি বিষয়ে নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ফ্রান্স বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। তিনি ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
এনটি