রোববার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মারিয়া গ্রামের শামছুল (৫০) ও একই উপজেলার ইকুরিয়া গ্রামের শাহজাহান আলী (৫০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, বিকেলে ওই দু’জন হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে মোটরসাইকেলে করে বনপাড়া যাচ্ছিলেন। পথে গোজা ব্রিজ এলাকায় একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসআই