রোববার (০৮ এপ্রিল) বিকেলে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডিএমএ পদ্ধতি চালুর ফলে পানির অপচয় বা সিস্টেম লস শতকরা ৫ থেকে ৭ শতাংশে নেমে এসেছে।
সরকার দলীয় অপর সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৪ হাজার ৫৭২টি ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রতিটি ইউনিয়নে ১০ জন গ্রামপুলিশ রয়েছে। দেশে গ্রামপুলিশের সংখ্যা ৪৫ হাজার ৭২০ জন।
গ্রামপুলিশের চাকরির সুষ্ঠু নিয়ন্ত্রণ ও পরিচালনার স্বার্থে গ্রামপুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও শর্তাবলী সম্পর্কিত বিধিমালা, ২০১৫ প্রণয়ণ করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন>>
** নেপালে প্লেন দুর্ঘটনায় সংসদে শোক প্রস্তাব
খন্দকার মোশাররফ হোসেন বলেন, গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) জীবন মান উন্নয়নে দফদারদের বেতন ২১০০ টাকা থেকে ৩৪০০ টাকা এবং মহল্লাদের বেতন ১৯০০ টাকা থেকে ৩ হাজার টাকায় বাড়ানো হয়েছে। এছাড়া দফাদার ৬০ হাজার টাকা এবং মহল্লাদের ৫০ হাজার টাকা হারে অবসরকালীন ভাতা প্রদানের জন্য ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি নির্দেশনা প্রদান করা হয়েছে।
‘গ্রামপুলিশ বাহিনীর সদস্যরা অবসরগ্রহণের পূর্বে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে অবসরকালীন প্রদত্ত সুবিধা মৃত্যুবরণকারীর পরিবারের অনুকূলে দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া গ্রামপুলিশদের থানায় সপ্তাহে একদিন হাজিরার জন্য যাতায়াত ভাতা বাবদ ৩০০ টাকা দেওয়া হচ্ছে। ’
সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, পল্লী, নগর ও ক্ষুদ্রাকার পানি সম্পদ অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলা, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের মতো কার্যক্রমসমূহ এলজিইডিকে সার্বজনীন উন্নয়ন সংস্থায় পরিণত করেছে।
তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের এলজিইডি প্রতিবছর অবকাঠামো নির্মাণের মাধ্যমে যে সম্পদ তৈরি করছে, উন্নয়নকে টেকসই করতে প্রতিবছর রাজস্ব বাজেট ও উন্নয়ন প্রকল্পে এসব অবকাঠামো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় এলজিইডি পরিবেশবান্ধব ও জলবায়ু সহিঞ্চু অবকাঠামো নির্মাণেও কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসএম/এসকে/এমএ