ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ক্যান্সারের সঙ্গে লড়ছেন সংসদ সচিবালয়ের লাবণ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, এপ্রিল ৮, ২০১৮
ক্যান্সারের সঙ্গে লড়ছেন সংসদ সচিবালয়ের লাবণ্য লাবণ্যকে দেখতে বিএসএমএমইউ হাসপাতালে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ

ঢাকা: জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধি-শাখার পরিচালক লাবণ্য আহমেদ দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রোববার (৮ এপ্রিল) সকালে তাকে দেখতে হাসপাতালে যান জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। তিনি সেখানে কর্তব্যরত চিকিৎসকের কাছে লাবণ্য আহমেদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কনক কান্তি বড়ুয়া, প্রোভিসি মো. শরফুদ্দিন আহমেদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন, ডেপুটি রেজিস্ট্রার শেখ আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশিষ বৈরাগী, সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম পলাশ প্রমুখ।  

চিফ হুইপ বলেন, লাবণ্য আহমেদ জাতীয় সংসদ সচিবালয়ে তার বিনয়, আন্তরিকতাপূর্ণ ব্যবহার ও কর্মদক্ষতার জন্য সবার কাছে অতি প্রিয় ব্যক্তিত্ব। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ, সংসদ সদস্যসহ আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

লাবণ্য আহমেদের বাবা নাসির আহমেদ মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রশিক্ষক ছিলেন। শহীদুল্লাহ কায়সার ও জহির রায়হান তার দুই মামা। তার মা শাহেনশা বেগম বুদ্ধিজীবী দুই ভাই হারানোর ব্যথা নিয়ে বুদ্ধিজীবী হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির আন্দোলনের শুরু থেকেই ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে সম্পৃক্ত। এমনকি নিজের অবদানের জন্য তিনি যুদ্ধাপরাধীদের হুমকির মুখে পড়েন। লাবণ্য আহমেদ যেন দ্রুত আরোগ্য লাভ করতে পারেন সেজন্য সবার দোয়া চেয়েছেন।
                                                   
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।