ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নেপালে প্লেন দুর্ঘটনায় সংসদে শোক প্রস্তাব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, এপ্রিল ৮, ২০১৮
নেপালে প্লেন দুর্ঘটনায় সংসদে শোক প্রস্তাব

জাতীয় সংসদ ভবন থেকে: নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় পাইলট, কেবিন ক্রুসহ ৫০ যাত্রী নিহতের ঘটনায় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। 

এছাড়া সাবেক মন্ত্রী এম. মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ খান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুসহ ৮ সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়েছে।

বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ বছরে বাজেট পূর্ববর্তী সংসদ অধিবেশন শুরু হয়েছে রোববার (৮ এপ্রিল) বিকেল ৫টায়।

 

আরও পড়ুন>>
** 
সমবায় সমিতির প্রসার ঘটছে

স্পিকার ড. শিরীন শার‌মিন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে অধিবেশন শুরু হয়।  

অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন নেসা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মা বেগম সায়েরা খাতুন ও কণ্ঠশিল্পী শাম্মী আখতারের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এরপর নিহত ও মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এর আগে বিকেল ৪টায় স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা ক‌মি‌টির বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হয়।

 আরও পড়ুন>>
**সংসদ অধিবেশন শুরু, চলবে ১২ এপ্রিল পর্যন্ত

 বাংলাদেশ সময়: ১৮১৭  ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসএম/এসকে/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।