জাতীয় সংসদ ভবন থেকে: দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন পরিচালনার জন্য পাঁচজনকে প্যানেল সভাপতি মনোনীত করা হয়েছে। চলতি অধিবেশনে স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে ক্রমানুসারে সভাপতির দায়িত্ব পালন করবেন প্যানেল সদস্যরা।
রোববার (০৮ এপ্রিল) বিকেলে ২০তম অধিবেশনের শুরুতে কার্যপ্রণালী বিধির ১২ (১) বিধি অনুযায়ী মনোনীত প্যানেল সভাপতিদের নাম ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্যানেল সভাপতিরা হলেন- টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য (এমপি) ড. আব্দুর রাজ্জাক, নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস, হবিগঞ্জ-২ এমপি আব্দুল মজিদ খান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, মহিলা আসন-২৭ এর এমপি অ্যাডভোকেট নাভান আক্তার।
এদের মধ্যে নামের ক্রমানুসারে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে স্পিকারের আসনে বসবেন এবং অধিবেশন কার্যক্রম পরিচালনা করবেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসএম/এসকে/ওএইচ/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।