ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কলারোয়ায় বখাটের কারাদণ্ড, ২ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, এপ্রিল ৮, ২০১৮
কলারোয়ায় বখাটের কারাদণ্ড, ২ জনের জরিমানা

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মিরাজ হোসেন (১৮) নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই বখাটের দুই সহযোগীকে জরিমানা করা হয়েছে।

রোববার (৮ এপ্রিল) দুপুরে কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মিরাজ হোসেন উপজেলার ঝিকরা গ্রামের আলাউদ্দীনের ছেলে।

তার সহযোগীরা হলেন- গদখালী গ্রামের মাসুকুজ্জামনের ছেলে ইমাম হোসেন (১৯) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে জহিরুল হোসেন (১৮)।  

কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন বাংলানিউজকে জানান, ওই স্কুলছাত্রীর মায়ের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে মিরাজকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইমাম হোসেন ও জহিরুল হোসেনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।