ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রজিবপুরে বজ্রপাতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, এপ্রিল ৮, ২০১৮
রজিবপুরে বজ্রপাতে নিহত ১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বজ্রপাতে নূর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সাইদুর রহমান (৩৫) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (০৮ এপ্রিল) উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের বড়বেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি চাতালে ধান শুকানোর সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল থেকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে চাতালে আশ্রয় নেওয়া চাতাল মালিক মোহনগঞ্জ পাটদহ গ্রামের আয়েন উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ বজ্রপাতে ঝলসে যায়।

এ সময় আহত হন সাইদুর নামে আরও একজন। পরে গুরুতর আহত নূর ও সাইদুরকে উদ্ধার করে স্থানীয়রা রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নূরকে মৃত ঘোষণা করেন। আহত সাইদুর হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।