রোববার (০৮ এপ্রিল) বিকেলে মনিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৩২২/এ নম্বর বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
ৠাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই কারখানা থেকে প্রায় চল্লিশ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
পিএম/জেডএস