ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, এপ্রিল ৮, ২০১৮
রাজধানীতে ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান

ঢাকা: রাজধানীর দক্ষিণ মনিপুর এলাকার মোল্লাপাড়ায় ভারতীয় জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।
 

রোববার (০৮ এপ্রিল) বিকেলে মনিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৩২২/এ নম্বর বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।


 
ৠাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ওই কারখানা থেকে প্রায় চল্লিশ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।