রোববার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ-আল-আসাদ এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের শাহাবুদ্দিন গাইনের ছেলে হাবিবুর রহমান বাবু (২৫), আশাশুনি সদরের আলাল সরদারের ছেলে আকাশ সরদার (২০) এবং আহছান রহমানের ছেলে আবির হোসেন (২০)।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বাংলানিউজকে জানান, সকালে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাবিবুরকে ১৮ দিনের এবং আকাশ সরদার ও আবির হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
এনটি