ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‌দেবহাটায় ৩ মাদকসেবীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, এপ্রিল ৮, ২০১৮
‌দেবহাটায় ৩ মাদকসেবীর কারাদণ্ড

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপ‌জেলায় মাদক সেব‌নের দা‌য়ে তিন যুবক‌কে  বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ এপ্রিল) সকাল ১০টার দি‌কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ-আল-আসাদ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন- জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের শাহাবুদ্দিন গাইনের ছে‌লে হাবিবুর রহমান বাবু (২৫), আশাশুনি সদ‌রের আলাল সরদারের ছে‌লে আকাশ সরদার (২০) এবং আহছান রহমানের ছে‌লে আবির হোসেন (২০)।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হো‌সেন বাংলা‌নিউজ‌কে জানান, সকা‌লে দেবহাটা উপ‌জেলার বি‌ভিন্ন এলা‌কা থে‌কে মাদক সেবনরত অবস্থায় তিনজন‌কে আটক করা হয়। প‌রে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাবিবুরকে ১৮ দিনের এবং আকাশ সরদার ও আবির হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগা‌রে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।