ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাসিরনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, এপ্রিল ৮, ২০১৮
নাসিরনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পান্না (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৮ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পান্না ওই গ্রামের সৌদি প্রবাসী ইমরানের স্ত্রী।

জানা যায়, তিন মাস আগে পূর্বভাগ গ্রামের সৌদি প্রবাসী ইমরানের সঙ্গে একই উপজেলার বেজুরা গ্রামের মৃত শাহ আলমের মেয়ে পান্নার (১৯) বিয়ে হয়। কিছুদিন আগে ইমরান স্ত্রীকে রেখে চাকরির সুবাদে সৌদি আরব চলে যায়। এর মধ্যে শনিবার (০৭ এপ্রিল) রাতের কোনো এক সময় পরিবারের সদস্যদের অজান্তে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পান্না। তবে কি কারণে পান্না আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, এখনো পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।