ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, এপ্রিল ৮, ২০১৮
২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (০৮ এপ্রিল) সকালে ডিবি পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম তাদেরকে আটক করে।

আটকরা হলেন- ইফতেখার হোসেন আরিফ ওরফে ভাগ্নে আরিফ (৩২), মামুনুর রশিদ সোহেল ওরফে সোহেল (৩৪) ও নাজমুস ছাকিব (৩০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বাংলানিউজকে জানান, আটকরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সরবরাহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
পিএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।