রোববার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টাংগুয়া বৈরাগীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অটল একই এলাকার উপানয়ন রায়ের ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রশ্নপত্র ফাঁসের এ চক্রটিকে আটকের জন্য অভিযান চালালো হয়। অভিযানে অটলকে হাতে নাতে আটক করা গেলেও চক্রের আরেক সদস্য টাংগুয়া সাহাপাড়ার বাবুনাল রায়ের ছেলে বিশ্বনাথ রায় পালিয়ে যায়।
চক্রের আটক ও পলাতক সদস্যদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মেজর তালুকদার নাজমুছ সাকিব।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
ওএইচ/