ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খানসামায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৮, এপ্রিল ৮, ২০১৮
খানসামায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক র‌্যাবের হাতে আটক প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য নির্মল রায়, ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার প্রিন্ট করা প্রশ্নপত্রসহ নির্মল রায় ওরফে অটল (১৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টাংগুয়া বৈরাগীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অটল একই এলাকার উপানয়ন রায়ের ছেলে।

 

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রশ্নপত্র ফাঁসের এ চক্রটিকে আটকের জন্য অভিযান চালালো হয়। অভিযানে অটলকে হাতে নাতে আটক করা গেলেও চক্রের আরেক সদস্য টাংগুয়া সাহাপাড়ার বাবুনাল রায়ের ছেলে বিশ্বনাথ রায় পালিয়ে যায়।

চক্রের আটক ও পলাতক সদস্যদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মেজর তালুকদার নাজমুছ সাকিব।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।