রোববার (০৮ এপ্রিল) সকালে বিজিবি তেলিয়াপাড়া বিওপির হাবিলদর আব্দুস শহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হারিতলা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজা বহনকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা।
এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরবি/