রোববার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা চকবাজার ফাঁড়ি পুলিশ।
গ্রেফতার হওয়া জাহাঙ্গির হোসেন বাবুল কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের সংরাইশ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল বেলায় নগরীর সংরাইশ এলাকার চক্ষু হাসপাতালের অপর পাশে মুক্তিযোদ্ধা মৃত হুমায়ন কবির ভূইয়ার মালিকানাধীন জমির প্রাচীর ভেঙ্গে ফেলার ঘটনায় একটি মামলা হয়। কোতয়ালী থানায় জমি জবর দখলের মামলাটি দায়ের করেন হুমায়ন কবীরের বড় ছেলে সাপ্তাহিক পথিকৃত কুমিল্লার সম্পাদক মান্নান কবির ভূইয়া।
মামলায় ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গির হোসেন বাবুল ওরফে মুহুরি বাবুলকে প্রধান আসামী করা হয়। এদিকে মামলার পর শুক্রবার (৬ এপ্রিল) সকালে মান্নান কবিরের বাসার সামনে গিয়ে কাউন্সিলর বাবুল ও তার লোকজন সাংবাদিক মান্নান কবিরকে হত্যার হুমকি দেন। এর প্রেক্ষিতে রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা আবু সালাম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এনএইচটি