রোববার (৮ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নূরুল হকের বাড়ি ওই একই গ্রামে।
পুলিশ জানায়, সকালে নুরুল হক লোকজন নিয়ে নিজের জমিতে যান বোর ধান কাটাতে। এনিয়ে তার পাশের জমির মালিক একই গ্রামের শহীদ মিয়ার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে স্বজনদের নিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনই সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে নুরুল গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর চারজনকে একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, ধান কাটা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসআই