ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেনীতে শুরু দুই দিনব্যাপী ‘শিশু আনন্দমেলা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, এপ্রিল ৮, ২০১৮
ফেনীতে শুরু দুই দিনব্যাপী ‘শিশু আনন্দমেলা’ ফেনীতে শুরু দুই দিনব্যাপী ‘শিশু আনন্দমেলা’। ছবি: বাংলানিউজ

ফেনী: বাংলা নববর্ষের আগমনকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমির ফেনী শাখার আয়োজনে দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৮ এপ্রিল) সকালে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে শিশু আনন্দ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। এরপর সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়। ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান এবং ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

সংস্কৃতিকর্মী পীর্থি রাজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আফসার ভূঞা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ।  

এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিশুশিল্পীরা। এরপর বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসএইচডি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।