রোববার (০৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার (০৭ এপ্রিল) বিকেলে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলি গ্রামে এ ঘটনা ঘটে।
ধামরাই থানার উপ-পরির্দশক (এসআই) ভজন রায় বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই জয়নাল ও ছোট ভাই নাছিরের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল আওলাদের। একপর্যায়ে শনিবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এসময় আওলাদের মাথায় লাঠির আঘাত লাগলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদেন্তর জন্য ওই হাসপাতাল মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরবি/