ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে ভাইয়ের হাতে ভাই খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪২, এপ্রিল ৮, ২০১৮
ধামরাইয়ে ভাইয়ের হাতে ভাই খুন

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আওলাদ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (০৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার (০৭ এপ্রিল) বিকেলে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলি গ্রামে এ ঘটনা ঘটে।

আওলাদ ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

ধামরাই থানার উপ-পরির্দশক (এসআই) ভজন রায় বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই জয়নাল ও ছোট ভাই নাছিরের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল আওলাদের। একপর্যায়ে শনিবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এসময় আওলাদের মাথায় লাঠির আঘাত লাগলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদেন্তর জন্য ওই হাসপাতাল মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।