ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

৩৮ টাকায় চাল কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪০, এপ্রিল ৮, ২০১৮
৩৮ টাকায় চাল কিনবে সরকার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও অন্যরা

ঢাকা: আগামী ২ মে থেকে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এবার ৩৮ টাকা কেজিতে চাল সংগ্রহ করা হবে।

রোববার (০৮ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সভায় উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।
 
খাদ্যমন্ত্রী বলেন, এবার বোরোতে বাম্পার ফলন হয়েছে। বোরো ধানে ১ কোটি ৯০ লাখ টন চাল পাওয়া যাবে। মোট ১০ লাখ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। এরমধ্যে ধান আকারে দেড় লাখ মেট্রিকটন, সিদ্ধ চাল ৮ লাখ মেট্রিকটন এবং ১ লাখ মেট্রিকটন আতপ চাল সংগ্রহ করা হবে।
 
তিনি বলেন, বোরোতে ৩৮ টাকা কেজিতে চাল সংগ্রহ করবো। কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এবার চালের উৎপাদন খরচ ধরা হয়েছে ৩৬ টাকা। আমরা ২ টাকা যোগ করে সংগ্রহ করবো। আতপ চাল ৩৭ টাকা এবং ধানের কেজি ২৬ টাকায় সংগ্রহ করা হবে। ২ মে থেকে সংগ্রহ শুরু হবে ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ চলবে।  
 
মন্ত্রী জানান, এবার ১৩ লাখ মেট্রিকটন গম উৎপাদন হবে। গমের উৎপাদন আমাদের কম হয়। বেসরকারিভাবে প্রায় ৪০ লাখ মেট্রিকটন এবং সরকারিভাবে প্রায় ৫ লাখ মেট্রিকটন গম আমদানি করি। উৎপাদন খরচ বেশি হওয়ায় অভ্যন্তরীণভাবে গম সংগ্রহ করা হবে না।  
 
গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই মুহূর্তে খাদ্যশস্য মজুদ ১২ লাখ ৯৭ হাজার ৮৪৭ মেট্রিকটন।
 
মজুদের পরও বাজারে প্রভাব নেই কেন- প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা মোটা চাল সংগ্রহ করি। বাজারে মোটা চালের দাম ৪২ টাকা, মফস্বলে ৩৫-৩৭ টাকা। আর সরু চালের দাম ৫৫ থেকে ৬০ টাকাও আছে। কিন্তু আমরা যেটা ডিল করি সাধারণ মানুষের জন্য সেটা মোটা চালের দাম সর্বোচ্চ ৪২ টাকা সামথিং।
 
সরু চালের নিয়ন্ত্রণ করেন না কেন- প্রশ্নে মন্ত্রী বলেন, ও চাল তো বড় লোকেরা খায়, অফিসিয়ালরা খায়। আপনারা ভোক্তাদের কথা চিন্তা করবেন, কৃষকদের স্বার্থের কথা চিন্তা করবেন না? কৃষকরা উৎপাদন বিমুখ হয়ে যাবে যদি তাদের উৎপাদন খরচ না আসে, অবশ্যই উৎপাদন খরচ আসতে হবে।
 
‘লক্ষ্য করবেন গ্রামে ধানী জমি পুকুর করে মাছ চাষ করছে। কারণ, ধান উৎপাদন করে তার ওই রকম লাভ হচ্ছে না। কাজেই তাদের স্বার্থের কথা চিন্তা করবেন’।
 
বর্তমানে চালের দাম স্থিতিশীল আছে দাবি করে মন্ত্রী বলেন, ঢাকায় মোটা চাল ৪২ টাকা ৪৬ পয়সা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রামে ৩৭ টাকা করে, সিলেটে ৩৬ টাকা, খুলনায় ৪০ টাকা ও বরিশালে ৩৮ টাকা। আর সরু চালের দাম ডিফারেন্স, এটা আমি স্বীকার করি।

গত ২০ বছরে সর্বোচ্চ মজুদ আছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের খাদ্যবান্ধব কর্মসূচি আছে, কাবিখা যাচ্ছে; সবকিছু মিলে বাজারে একটা প্রভাব পড়বে। আমাদের যে মজুদ আছে তাতে কোনোরকম অসুবিধার সুযোগ নেই। কোনো প্রাকৃতিক দুর্যোগে কোনোরকম সমস্যায় পড়ার সুযোগ নেই।

‘গত বছর আগাম বন্যার কারণে বোরো সংগ্রহ করতে পারিনি। এবার আমন সংগ্রহের টার্গেট নিয়েছি ৩ লাখ মেট্রিকটন, সে জায়গায় ৬ লাখ মেট্রিকটন সংগ্রহ করেছি। কোনোসময় এতো বেশি আমন সংগ্রহ করা হয়নি। বোরোর সংগ্রহ টার্গেটের থেকে বেশিও সংগ্রহ করা হতে পারে, আমাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। কাজেই কোনোরকম কোনো অসুবিধার সুযোগ নেই’।
 
আসন্ন রোজায় খাদ্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা ওএমএস দিচ্ছি। সংগ্রহের সয় ওএমএস বন্ধ থাকে। ভিজিএফ ত্রাণ মন্ত্রণালয়ের বিষয়।
 
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮/আপডেট: ১৭০০ ঘণ্টা
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।