রোববার (৮ এপ্রিল) সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে ওই প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত আলী আহসান শহরের খাজুরা গ্রামের নাজির উদ্দিনের ছেলে ও কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
নাজির উদ্দিন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেলে তার ছেলের পেটে ব্যথা শুরু হলে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরিক্ষার পর বলা হয় আলী আহসানের অ্যাপেনডিসাইটিস হয়েছে। দ্রুত অপারেশন করতে হবে। ওইদিন রাতে তার অপারেশন করানো হয়। অপারেশন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোজাম্মেল হক। অপারেশন শেষে তিনি চলে যান।
একপর্যায়ে রোববার সকালে আলী আহসানের মৃত্যু হয়। এসময় স্বজনরা হাসপাতালে চড়াও হয়ে চিকিৎসকের ভুল চিকিৎসা ও অবহেলার কারণে আলী আহসানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও ওই হাসপাতালে চিকিৎসকের অবহেলায় কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
আরএ