রোববার (৮ এপ্রিল) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের বয়ড়াদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের মৃত মহিন্দ্র নাথ হালদারের ছেলে গণেস চন্দ্র হালদার (৪৫) ও বগুড়া সদর উপজেলার শশিবদনী গ্রামের মৃত সালামত আলী সরকারের ছেলে রমজান আলী সরকার (৬৪)।
আহত অটোরিকশার চালক নিহত রমজান আলীর ছেলে বলে জানা গেছে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজল নন্দী বাংলানিউজকে জানান, নাটোরগামী পাথর বোঝাই একটি ট্রাক বগুড়া-নাটোর মহাসড়কের বয়ড়াদিঘী এলাকায় পৌঁছালে বগুড়াগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন অটোরিকশার চালক। পরে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত ট্রাক-অটোরিকশা দু’টি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়েছেন। এ ঘটনায় মামলা হবে বলেও জানান এসআই কাজল।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এমবিএইচ/আরআইএস/