ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিকেলে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৪, এপ্রিল ৮, ২০১৮
বিকেলে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। রোববার (৮ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তিনি।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ভারতীয় পররাষ্ট্র সচিবকে হজরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানাবেন।

সফরে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে।

এছাড়াও উভয় দেশের সম্পর্ককে আরো কীভাবে এগিয়ে নেয়া যায় এবং তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে কথা হবে।

সফরে বিজয় কেশব গোখলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে একটি সমাঝোতা স্মারক স্বাক্ষর হবে। ঢাকা সফরে বিজয় কেশব গোখলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে বক্তব্য দেবেন ভারতের পররাষ্ট্র সচিব।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
কেজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।