শনিবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
প্রত্যাহারকৃত দুই এসআই হলেন কোতোয়ালি থানার এসআই তরিকুল ইসলাম তারেক ও নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির এসআই দিবাকর।
পুলিশ সূত্রে জানা যায়, আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা নিখোঁজের পর তার ছোট ভাই সুশান্ত ভৌমিক বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এ মামলায় পুলিশ বাবু সোনার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক দিপা, স্কুল শিক্ষক কামরুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার এসআই তরিকুল ইসলাম তারেক ও ধাপ পুলিশ ফাঁড়ির এসআই দিবাকর দায়িত্ব পালনে অবহেলা করেন বলে অভিযোগ উঠলে তাদেরকে প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, দায়িত্বে অবহেলার দায়ে তাদের প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এমজেএফ