বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হলো লিডারশিপ সামিট। দিনব্যাপী এ আয়োজনে নেতৃত্ব বিষয়ক নানাবিধ আলোচনা করেন দেশি-বিদেশি বক্তারা।
সামিটে চারজন বিশ্বখ্যাত বক্তা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পাশাপাশি সরকারি প্রতিনিধি এবং ব্যবসায়ি নেতারা তাদের মতামত তুলে ধরেন।
বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে সমাজের প্রত্যেক ক্ষেত্রে প্রয়োজন দক্ষ নেতৃত্বের। লিডারশিপ সামিটের একটি বৃহত্তর লক্ষ্য হচ্ছে আগামী দশ বছরের মধ্যে একশো যোগ্য নেতা তৈরি করা। সে লক্ষ্যেই পঞ্চম লিডারশিপ সামিটে বিদেশি বক্তারা আলোচনা করেন বহির্বিশ্বের নেতৃত্ব চর্চা প্রসঙ্গে। এর সঙ্গে সরকারি প্রতিনিধিরা দেশীয় নেতৃত্ব চর্চা এবং ব্যবসায়ীরা তাদের করণীয় বিষয়বস্তু তুলে ধরেন।
শনিবার (০৭ এপ্রিল) সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ম্যানেজিং ডিরেক্টর শরীফুল ইসলাম বলেন, আমাদের দেশকে আমরা অর্থনৈতিকভাবে অনেক দূর নিয়ে আসতে পেরেছি। মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল অর্জনে আমাদের সাফল্য অন্যদের জন্যে অনুকরণীয়। তবে টেকসই উন্নয়নের এই যাত্রাকে এগিয়ে নিতে আমাদের নেতৃত্বে উদ্ভাবন এবং সঠিক পরিকল্পনা এবং কৌশল প্রয়োজন। তাই সরকারি এবং বেসরকারি, সব মিলিয়ে সকল ক্ষেত্রে এই ৪টি প্রধান বিষয়ের আলোচনা করা খুবই জরুরি।
সামিটে প্যানেল আলোচনায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের এমডি শেহজাদ মুনিম বলেন, নেতৃত্বকে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই গড়ে উঠতে হবে। নিজ থেকে উৎসাহ নিয়ে কাজ করা, দলকে কাজ করানোর উৎসাহ দেয়ার মধ্যেই নতুন নেতৃত্বের এগিয়ে যাওয়া।
আলোচনায় রবি আজিয়াটা লিমিটেডের সিইও এবং এমডি মাহতাব উদ্দিন আহমেদ বলেন, এখন বিশ্বে উৎপাদনের একটি চ্যালেঞ্জ রয়েছে। সেখানে আমাদের নিজেদের আরো দক্ষ প্রমাণ করতে হবে।
পঞ্চম এই লিডারশিপ সামিট বিভক্ত ছিলো প্রধানত চারটি ভাগে- অর্থনীতি, উদ্ভাবন, পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন। প্রতিটি বিভাগের জন্য ছিলো একজন বিদেশি বক্তার মূল প্রবন্ধ উপস্থাপন, একজন সরকারি প্রতিনিধির মতামত প্রকাশ এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতাদের নিয়ে একটি প্যানেল আলোচনা।
সামিটে অংশগ্রহণকারী প্রত্যেককে বেক্সিমকো ফার্মার সৌজন্যে ওয়াল স্ট্রিট জার্নালের বেস্টসেলার বই ওপেন সোর্স লিডারশিপ উপহার দেওয়া হয়। পাশাপাশি কিনোট উপস্থাপনকারীদের সৌজন্য উপহার হিসেবে দেওয়া হয় প্রখ্যাত ভিজুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালিব প্রিমার চারটি চিত্রকর্ম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেলগ ইনোভেশন নেটওয়ার্কের কো-ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর রবার্ট সি ওয়ালকট, মালয়েশিয়ার দ্য ইক্লিফ লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স সেন্টারের চিফ মার্কেটিং অফিসার ললিত গুপ্ত, দ্য বোস্টন কন্সালটিং গ্রুপের প্রিন্সিপাল ডক্টর মীর সেলিম, মেকিনজে অ্যান্ড কোম্পানির পার্টনার নম্রতা দুবাশি।
বক্তারা যথাক্রমে বিশ্বের উদ্ভাবনী মডেল, ভবিষ্যতের জন্য নেতা তৈরি, বৈশ্বিক অর্থনীতির ধারা এবং বৈশ্বিক পরিকল্পনার মডেল – বিষয়গুলো নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া দুটি ইনসাইট সেশন উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই এর পলিসি অ্যাডভাইজার অনির চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিষ্ট ফয়সাল আহমেদ।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এমআইএস/এমজেএফ