শনিবার (০৭ এপ্রিল) বিকেলে নীলফামারীর সৈয়দপুরের সুরভি মহাবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পার্বতীপুর উপজেলায় বর্তমান সরকারের সময়ে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন করা হয়েছে।
সুরভি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বেলাইচন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আমিনুল হক সরকার, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক মুক্তিযোদ্ধা রেজাউল করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
টিএ