ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শাহরিনকে ছাড়পত্র, অ্যানির ব্যাপারে সিদ্ধান্ত রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, এপ্রিল ৭, ২০১৮
শাহরিনকে ছাড়পত্র, অ্যানির ব্যাপারে সিদ্ধান্ত রোববার অ্যানি ও শাহরিন (ফাইল ছবি)

ঢাকা: নেপালে ইউএস-বাংলার প্লেন বিধ্বস্তের ঘটনায় আহত শাহরিন আহমেদের অবস্থা আগের থেকে অনেক ভালো। রোববার (৮ এপ্রিল) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। একই দুর্ঘটনায় আহত আলমুন নাহার অ্যানির ছাড়পত্রের ব্যাপারে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. সামন্ত লাল সেন এসব কথা জানান।

তিনি বলেন, প্লেন দুর্ঘটনায় দগ্ধ শাহরিন এখন ভালো আছেন।

তার শরীরের দগ্ধ স্থানে অস্ত্রপচারের মাধ্যমে লাগানো চামড়া শুকিয়ে গেছে। তিনি এখন পুরোপুরি সুস্থ। তাকে রোববার ছাড়পত্র দেওয়া হবে। তবে তাকে ফলোআপে থাকতে হবে।

ডা. সামন্ত লাল বলেন, প্লেন দুর্ঘটনায় আহত অ্যানির অবস্থা মোটামুটি ভালো। তার ব্যাপারে আমরা রোববার সিদ্ধান্ত নেবো।  

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১। এতে নিহত হন ৪৯ জন। যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। আহত হন আরও ১০ বাংলাদেশি।  

এদের মধ্যে তিনজনকে বিদেশে নিয়ে যাওয়া হলেও দেশে আনা হয় সাতজনকে। তাদের মধ্যে শাহিন ব্যাপারী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে কবির হোসেন নামে আরেকজনকে। ছাড়পত্র পেয়েছেন মেহেদী হাসান, কামরুন্নাহার স্বর্ণা ও শেখ রাশেদ রুবায়েত।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।