শনিবার (১ এপ্রিল) শান্তি ও সহনশীলতা উন্নয়নে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন।
বেসরকারি উন্নয়ন সংগঠন সমষ্টি এবং ইউএসএআইডি-এর ‘অবিরোধ: রোড টু টলারেন্স’ কর্মসূচির সহযোগিতায় শনিবার (৭ এপ্রিল) থেকে সোমবার (৯ এপ্রিল) পর্যন্ত তিনদিনের এ প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটট।
প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথি সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান বলেন, ‘সমাজে দ্বন্দ্ব-সংঘাত থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এটি যেনো সহিংসতায় পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখা জরুরি। আর এখানেই গণমাধ্যমের কাজের জায়গা। ’
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমে সহিংসতার উপস্থাপনে ভিন্নতা আনতে হবে। পাঠক-দর্শকদের মনে অশান্তি ও অস্থিরতা তৈরি করতে পারে এমন কিছু প্রকাশ বা প্রচার করা উচিত নয়।
চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান রনি বলেন, সমাজে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা অনেক বেশি। এ শক্তিকে কাজে লাগিয়ে গণমাধ্যমকে শান্তি ও সহনশীলতা উন্নয়নে কাজ করতে হবে।
সমষ্টির প্রশিক্ষকরা এবং বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা প্রশিক্ষণ পরিচালনা করেছেন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এসই/আরআইএস/