শনিবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফতেপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কাউছার ওই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে এবং টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের গণিত বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
টাঙ্গাইল র্যাব-১২ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, চলতি এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিচ্ছিলেন কাউছার। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরবি/