ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মানবাধিকার স্বর্ণপদক পেলেন খুলনার ৪ গুণীজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, এপ্রিল ৭, ২০১৮
মানবাধিকার স্বর্ণপদক পেলেন খুলনার ৪ গুণীজন মঞ্চে অতিথিদের সঙ্গে সম্মাননাপ্রাপ্তরা/ছবি: মানজারুল ইসলাম

খুলনা: খুলনার চার গুণীজন পেলেন মানবাধিকার স্বর্ণপদক-২০১৮। এরা হলেন- সফল ব্যাংকার হিসেবে রূপালী ব্যাংকের জিএম অশোক কুমার সিংহ রায়, সফল হিমায়িত মৎস্য রপ্তানিকারক হিসেবে আব্দুল জব্বার মোল্লা, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাহা উদ্দিন আহমেদ ও মানবাধিকারে সেরা কর্মকর্তা হিসেবে সৈয়দ নজরুল ইসলাম টুটুল।

শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর মুজগুন্নী এলাকার খানজাহান আলী ‌বিজ্ঞান ও প্রযু‌ক্তি মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা মহানগর শাখার উদ্যোগে এ স্বর্ণপদক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চার গুণীজনের হাতে স্বর্ণপদক তুলে দেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা মহানগর শাখার উপদেষ্টা প্রফেসর ড. গাজী মাহাবুবুল আলম।

এর আগে খানজাহান আলী ‌বিজ্ঞান ও প্রযু‌ক্তি মহাবিদ্যালয়ের ১৫ বছরপূর্তি উদযাপন ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।