শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর মুজগুন্নী এলাকার খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা মহানগর শাখার উদ্যোগে এ স্বর্ণপদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চার গুণীজনের হাতে স্বর্ণপদক তুলে দেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা মহানগর শাখার উপদেষ্টা প্রফেসর ড. গাজী মাহাবুবুল আলম।
এর আগে খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ১৫ বছরপূর্তি উদযাপন ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এমআরএম/এএ