ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ফেনসিডিল-আর্টিফিশিয়াল চুল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, এপ্রিল ৭, ২০১৮
বেনাপোলে ফেনসিডিল-আর্টিফিশিয়াল চুল জব্দ আটক নূর উদ্দিন/ ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে পাচারের সময় ৩৯৫ বোতল ফেনসিডিল ও আর্টিফিশিয়াল চুল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪৯) সদস্যরা। এ সময় ফেনসিডিল পাচারের সঙ্গে জড়িত নূর উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হলেও চুল পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৭ এপ্রিল) দুপুরে থেকে বিকেল ৪টা পর্যন্ত পৃথক দুটি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নূর উদ্দিন বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের মশিডাঙ্গা গ্রামের গোলাম হোসেন মন্ডেলের ছেলে।

 

বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত দিয়ে মাদকের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের শিকড়ি বালুর মাঠ এলাকায় পাচারকারীদের ধাওয়া করে এক জনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে তিনটি বাইসাইকেল ও ৩৯৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।  

এদিকে, বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় সন্দেহ ভাজন এক জনকে ধাওয়া করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যান তিনি। পরে সেখান থেকে ১৩ লাখ টাকা মূল্যের ৫১৫ পিস আর্টিফিশিয়াল চুলের টুপি জব্দ করা হয়।

৪৯ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বাংলানিউজকে জানান, আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এজেডএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।