ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, এপ্রিল ৭, ২০১৮
করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইতি আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন সংলগ্ন একটি চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে। ইতি উপজেলার ভয়রা রৌহা গ্রামের রতন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে নিয়ামতপুর ইউনিয়ন সংলগ্ন হাবিবুর রহমান হাবুর চায়ের দোকানের বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন ইতি। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।