ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জঙ্গিবাদ প্রতিরোধে আলেমদের ভূমিকা রাখার আহ্বান পলকের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, এপ্রিল ৭, ২০১৮
জঙ্গিবাদ প্রতিরোধে আলেমদের ভূমিকা রাখার আহ্বান পলকের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দেশের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকাকে পুনরায় জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (০৭ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে চলনবিল আন্তঃমাদ্রাসা কেরাত, আযান, হামদ, নাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
 
সিংড়া দমদমা আল-জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, অতীতের সব সরকার কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং আলেম-ওলামাদের রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করলেও আওয়ামী লীগ সরকার তাদের সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করেছে।


 
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ওলামা লীগ সভাপতি আব্দুস শুকুর, জেলা পরিষদ সদস্য আল আজাদ সানা, আওয়ামী লীগ নেতা দিদার হায়াত প্রমুখ।

শেষে আন্তঃমাদ্রাসা কেরাত, আযান, হামদ, নাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নেয়া ১৫ জনকে ক্রেস্ট ও ২৩৫ জনকে সনদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।