শনিবার (০৭ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে চলনবিল আন্তঃমাদ্রাসা কেরাত, আযান, হামদ, নাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
সিংড়া দমদমা আল-জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, অতীতের সব সরকার কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং আলেম-ওলামাদের রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করলেও আওয়ামী লীগ সরকার তাদের সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করেছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ওলামা লীগ সভাপতি আব্দুস শুকুর, জেলা পরিষদ সদস্য আল আজাদ সানা, আওয়ামী লীগ নেতা দিদার হায়াত প্রমুখ।
শেষে আন্তঃমাদ্রাসা কেরাত, আযান, হামদ, নাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নেয়া ১৫ জনকে ক্রেস্ট ও ২৩৫ জনকে সনদ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরবি/